Saturday, September 28, 2013

ব্লু-টুথ ছাড়াই অ্যান্ড্রয়েড দিয়ে যেকোন বড় ফাইল শেয়ার করুন কয়েক মিনিটে

আমরা সাধারণত মোবাইল দিয়ে ফাইল ট্রান্সফার করি ব্লুটুথ এর মাধ্যমে । বর্তমানে অনেক উন্নত ক্ষমতা সম্পন্ন ব্লুটুথ ডিভাইস বেড় হয়েছে । কিন্তু তা কয়জনের হাতেই বা আছে । আমি অসুস্থ তাই বেশি কিছু বলব না তাই টাইটেলে যা দেখেছেন তাই নিয়ে সরাসরি আলোচনা করি।
আপনি কত বড় ফাইল শেয়ার করতে চান সেটা বড় কথা না । সেটা যত বড়ই ফাইল হোক না কেন, শেয়ার করতে সময় নিবে মাত্র কয়েক মিনিট ।
আর এটি করা যায় ‘জাপিয়া’ (Zapya) নামক ছোট্ট একটি অ্যাপ ব্যবহার করে । আবার এটি ব্যবহার করে মাল্টিপ্লেয়ার গেমস্ও (Multiplayer Games) খেলা যায় । অবশ্যই উভয় ডিভাইসেই এই অ্যাপটি (App) ইনস্টল করতে হবে।

কর্ম পদ্ধতিঃ

  • ১. অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন, (এখান থেকে )
  • ২. এরপর ওপেন করুন,
  • ৩. স্লাইডিং করুন,
  • ৪. আপনার নাম দিয়ে এ্যাভাটার (Avatar) সিলেক্ট করুন এবং নেক্সট চাপুন,
  • ৫. কানেক্ট-টু-ফ্রেন্ডস্ (Connect To Friends) বাটনে চাপুন,
  • ৬. ক্রিয়েট গ্রুপ (Create Group) বাটনে চাপুন,
  • ৭. আই সি (I See) অংশে চাপুন,
  • ৮. ওয়েটিং ফর ফ্রেন্ডস্ (Waiting For Friends) বার্তাটি দেখাবে,
  • ৯. যে নামটি দেখাবে তা সিলেক্ট করুন,
  • ১০. অপর অংশে থাকা ফোনটিতে কানেক্ট- টু-ফ্রেন্ডস্ বাটনে চাপুন,
  • ১১. ব্যবহারকারীর নাম দেখাবে নামের উপর চাপুন,
  • ১২. সবশেষে যা শেয়ার করতে চান, তার উপর প্রেস করলে একটি উইন্ডো দেখাবে তাতে সেন্ড অপশনটি সিলেক্ট করুন

ডাউনলোড

অ্যাপটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন
ধন্যবাদ!
ফেসবুকে আমি

0 comments:

Post a Comment