Saturday, September 28, 2013

বাংলায় কোডিং শিখুন নিজে নিজে।

আমার নাম সাঈদ আহমেদ রাসেল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যাবস্থাপনা বিভাগ থেকে আমার পড়ালেখা চালিয়ে যাচ্ছি। আমি কখনও বাংলায় অনলাইনে তেমন কিছু লেখার চিন্তা করি নাই। টুকটাক যা কিছু লেখার চেষ্টা করতাম তার সবকিছু ইংরেজিতে। কিন্তুু আজ মনে হল বাংলাতে কিছু লেখা দরকার। আমার বাংলাতে লেখার অভিজ্ঞতা নাই, তাই নিজের অজান্তে কোন ভুল করলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
যেহেতু শুরু করেই দিলাম সেহেতু কোন গল্প বা কবিতা লেখার চিন্তা আমার নাই। আমি নিজের অভিজ্ঞতা থেকে দেখলাম ইংরেজিতে বিভিন্ন সময় কোডিং করতে গিয়ে নানা প্রকার সমস্যায় পরতে হয়েছে। তাই বিভিন্ন সাইটে থেকে আমি যা শিখতেছি তা সবার সাথে শেয়ার করব। তেমন কোন প্রফেশনালের কাছে শিখার অভিজ্ঞতা আমার নাই। যা শিখেছি তার সবটুকুই নিজে নিজে।
আশা করি যারা নিজে নিজে কোডিং শিখতে চান তারা আমার এই লেখা থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। তবে আপনাদের একটা কথা বলে রাখি,যদি কেউ ভুল করেও কোন কোড কপি করেন তা হলে মনে করবেন আপনার কোডিং শিক্ষার তেমন কোন অগ্রগতি হবে না। যার কারনে আমি আমার লেখাতে সবগুলো কোডকে ছবি আকারে পোষ্ট করব।
যেভাবে কোডগুলো আপনাদের সাথে শেয়ার করব তার একটি উদাহরণ।
যাতে আপনারা কোডগুলো দেখে দেখে লিখতে পারেন। যদিও এটা বিরক্তিকর তার পরেও আপনাদের নিজেদের ভাল করার জন্য দয়াকরে কারও কোড কপি করবেন না।
অমি নিজে যে যে বিষয়গুলো সম্পর্কে জানি এবং প্রতিদিন নতুন কিছুনা কিছু জানতে চাই সেগুলো হল:
  • এইচ টি এম এল
  • সি এস এস
  • জাভাষ্ক্রিপ্ট
  • জেকোয়েরি
  • পি এইচ পি
  • মাই এসকিউয়েল
এগুলো ছাড়া আরও অনেক কিছু নিয়ে আমি পড়ালেখা চালিয়ে যাচ্ছি। আপাতত ক্রমান্নয়ে এগুলো সম্পর্কে আমার জানা-অজানাগুলোকে আপনাদের সাথে শেয়ারের মাধ্যমে জানাতে চাই। জানিনা তাতে কার কেমন লাগবে ? যদি কারও কোন প্রকার উপকার হয় তাতেই আমার পরিশ্রম সার্থক বলে মনে করব।

0 comments:

Post a Comment