Sunday, September 29, 2013

ফটোগ্রাফার/গ্রাফিক্স-ডিজাইনাররা লক্ষ্য করুন। কিছু পেলে ভালো, না পেলে আরো ভালো, ব্যান্ডউইথ বাচবে। +ফটোশপ প্লাগইন্স

সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজ ২৫০তম টিউন মানে ছোট্ট একটা জংশনে এসে দাড়িয়েছি।হাটি হাটি পা পা করে এত দূর আসবো............... কল্পনাই করিনি।আপনাদের সমর্থন তা করতে উৎসাহ জুগিয়েছে দারুন।টেকটিউনস সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ সে কারনে।
আপলোড করা আছে বেশ কয়েকটি সফটওয়্যার।প্রতিবারই তাই করি কিন্তু সময়ের কারনে সবসময়  সবগুলো শেয়ার করা হয়ে উঠে না।আজও দেখা যাক কতদুর যেতে পারি।তবে প্রতিবারই প্রত্যাশা নিয়ে শুরু করি যার কমতি আজও নেই।যারা আছেন আমার সঙ্গে তারা শেষ পর্যন্ত থাকুন।দেখা যাক কতদূর কি হয়।প্রথমে শুরু করছি ফটোগ্রাফী দিয়ে।

ADOBE PHOTOSHOP CREATIVE CLOUD 14 (pre activate)


কেউ কেউ মনে হয় চোখ কুঁচকে তাকাচ্ছেন যে প্রবাসী তো দারুন ধান্দাবাজ কারন এটা উনি অনেক আগেই শেয়ার করেছেন।আবার কেন শেয়ার?আমি বলি আপনার পকেটে টাকা আছে,আনলিমিটেড নেট ইউজ করেন তাই হয়ত নামাতে পেরেছেন কিন্তু সবাই তো আর আপনার মত না যে এত বিশাল ফাইল ইচ্ছে করলেই নামিয়ে ফেলবে।তার উপর আবার (ক্র্যা)কের ঝামেলা অনেকেই বুঝে উঠতে পারেন না।যারা অতীতে পারেননি তাদের জন্য আজকের PHOTOSHOP CREATIVE CLOUD 14  যার সাইজ মাত্র ৩০৩ মেগাবাইট।তাও আবার প্রি এক্টিভেট।অতীতে যারা বিভিন্ন কারনে নামাতে পারেননি তারা আজকে নাময়ে ফেলুন।আর আজও নামাতে না পারলে অপেক্ষায় থাকুন হয়ত কী আরও ছোট সাইজ নিয়ে টিউন করবে।যারা ইচ্ছুক তারা নামিয়ে নিন কপি থেকে।
COPY
ডাউনলোড (৩০৩ মেগাবাইট)
FILESWAP
পার্ট ১ (২০০ মেগাবাইট)
পার্ট ২ (১০৩ মেগাবাইট)

আমি শুধু ইন্সটল করেছি এবং সরাসরি কাজ করেছি।কোন কিছুই করতে হয়নি।যদি সমস্যা করে তবে বলবেন ঔষধের ব্যবস্থা করে দেবো।তাহলে আজ থেকে শুরু করুন ফটোশপের সর্বশেষ ভার্সন cc 14.

COREL PAINT SHOP PRO X6 ULTIMATE


এই সফটওয়্যারটি নিয়ে বিশাল এক ধরা খেয়েছি।মজা করে নামিয়েছিলাম corel paint shop pro x5 এবং আপলোডও করেছিলাম।তখন কি আর জানতাম x6 বের হয়েছে?যখন জানলাম তখন মনটা খারাপ হয়ে গিয়েছিলো।আবার নামালাম,আবার আপলোড করলাম কারন আপনাদের আমি সর্বোচ্চ ভালো জিনিসটিই দিতে চাই।
সফটওয়্যারটি বেশীক্ষন বযবহার করার সৌভাগয আমার হয়নি।৫ মিনিটের মত  করেছি।এক কথায় দারুন।যারা ফটোশপকে অনেক কঠিন মনে করেন তারা এই সফটওয়্যারটি ব্যবহার করে দেখতে পারেন।

অনেক কিছু আছে যা ফটোশপে করতে গেলে অনেক কাঠ খড় পোড়াতে হয় সে কাজগুলো আপনি এখানে করতে পারেবন এক ক্লিকে।বিভিন্ন ডিজাইন আছে যা আপনি আপনার ছবির সাথে এ্যাড করতে পারবেন মাতে এক ক্লিকে যাতে আরো সুন্দর হবে আপনার প্রিয় ছিবিটি।এই সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।আশা করছি কারো অপছন্দ হবে না।এবার আসছি ডাউনলোডের কথায়।সাইজ মাত্র ২৩২ মেগাবাইট।মনে রাখবেন আপনার সফটওয়্যারটি শুধু PAINT SHOP PRO X6  শুধু নয়,সঙ্গে ULTIMATE  শব্দটাও আছে।দেবো যখন ভালোটাই দেবো কি বলেন?

COPY

ডাউনলোড

FILESWAP

ডাউনলোড
IDM দিয়ে নামাতে বেশী সময় লাগার কথা নয়।যদি নামিয়ে থাকেন তাহলে আসেন এখন ফুল ভার্সন ফুল ভার্সন খেলা খেলি যে খেলা আপনারা আমার সাথে আগেও খেলেছেন।
প্রথম ইন্সটল করুন।নীচের মত ছবি আসবে।ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন।

বাকি কাজ শেষ করুন।ছবি দেখুন।

সবকাজ শেষ হয়ে গেলে ডেস্কটপে দেখুন আইকোন আছে।ওটাতে ক্লিক করুন।নীচের মত পেজ আসবে।কেটে দিন কোন দরকার নেই।

কাটামাত্রই নীচের মত পেজ আসবে।
দেখানো জায়গায় মানে already purchased?এ ক্লিক করুন।ক্লিক করা মাত্রই নীচের মত পেজ আসবে ।এবার (কি)জেন খুলুন।যা বলছি করুন।
১ নং এ ক্লিক করলে নাম্বার দিবে।কপি করে
২ নং এ ্নাম্বার দিবে।সেটা
৩ নং এ পেষ্ট করুন এবং
৪ নং এ  phone corel এ ক্লিক করুন।(কি)জেন বন্ধ করবেন না।
এবার নীচের মত পেজ আসবে।
১ নং থেকে instalation code কপি করুন
২ নং এ (কি)জেনের ঘরে পেষ্ট করুন
৩ নং এ generate activation code এ ক্লিক করুন
৪ নং থেকে কপি করুন
৫ নং এ পেষ্ট করুন
৬ নং এ continue চাপুন
কাজ হলে ত প্রবাসীকে ভুলে যাবেন।ধন্যবাদটুকুও দিবেন না।

ADOBE PHOTOSHOP PLUGINS ZONE


অনেকদিন থেকে কোন প্লাগইন্স শেয়ার করা হয় না।আসলে খুঁজে পাওয়াই কষ্টকর কারন ভালো যা কিছু তা শেয়ার করা হয়েছে অনেক আগেই।তারপরেও ২/১টা চোখে পড়লে ছেড়ে দেই না।মাছ না থাকলে পুঁটি মাছই ভালো।আজ দু'টো প্লাগইন্স শেয়ার করছি।দেখুন ভালো লাগে কি না।

FLUID MASK 3


জানি না এই প্লাগিনটি কি কাজে লাগে।মনে হয় সুন্দরী মহিলারা আরো সুন্দরী হয়ে যায়।কি হয় না হয় আপনারা এখানে ক্লিক করে জেনে নিন।দরকার থাকলে এক ক্লিকে কপি থেকে কপি করে নিতে পারেন মাত্র ৪৯ মেগাবাইটের এই পোর্টেবল প্লাগইনটি।
ডাউনলোড
পোর্টেবল তাই কিছুই করতে হবে না শুধু কাজ করুন।

 BEAUTY BOX PHOTO 3


অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে যারা CC14 ব্যবহারকারী তারা এই প্লাগইনটি ব্যবহার করতে পারবেন না।তবে cs6 এ কাজ করবে (পরীক্ষিত)।বিস্তারীত জানতে কষ্ট করে এখানে ক্লিক করুন।যারা ডাউনলোডে আগ্রহী তারা নামিয়ে নিতে পারেন ২০ মেগাবাইটের এই প্লাগইনটি।
ডাউনলোড
ইন্সটল করুন।(ক্র্যা)ক ফাইলটি /c drive/programs/adobe/photoshop cs6/plug-ins/Digital Anarchy/Beauty Box PS 3.0.4 ফোল্ডারে ঢুকিয়ে ক্লিক করুন।কাজ শেষ।এবার ফটোশপ খুলে ফিল্টার অপশনে গিয়ে বুঝে নিন।
ভালো থাকুন সবাই।খুব শীঘ্রি দেখা হচ্ছে আবার ||| আল্লাহ হাফেজ |||

0 comments:

Post a Comment