Saturday, September 28, 2013

বিদ্যুতের কনো উৎস ছাড়াই বিদ্যুৎ উতপাদন করুন! আসেন দেখে যান ।

কেমন আছেন   !
আসা করি সবাই ভাল। আমি আজ অনেক দিন পর এলাম। হোক না দেরিতে তারপরো তো এলাম। চলেন আজ একটা নতুন জিনিস শিখাই। আগে তো আমি আপনাদেরকে দেখালাম লেবু দিয়ে আগুণ ধরান ! ভয় পাবেন না LED লাইটের আগুণ ! তারপর এবার আসুন আপনার NOKIA মোবাইল দিয়ে আগুন ধরিয়ে দেই ! কি ভয় পেলেন ! তারপর আগুন ! বরফ দিয়ে আগুন ধরান ? অবাক হবার কিছু নাই, আগুন ধরবেই। তারপর আলু দিয়ে আগুন ধরান ! কি ভয় পেলেন ! তাপর আরেকটা মজার পোষ্ট লিফটেরও দুটি চোখ আছে ! আসেন দেখে যান !  এত গুলা আগুনের পোষ্ট আজকে না হয় আবার আগুন দিয়ে শুরু করি ।  আমি  যখন HSC তে পড়তাম তখন আমি এই পোস্টটার প্রেক্টিকাল করে ছিলাম । আমি কখনোই মুখস্ত করে পড়ার পক্ষে ছিলাম না। আমি সব সময় প্র্যাকটিস করে দেখার ট্রাই করতাম। তো একদিন ভাবলাম seebeck effect এর প্রাকটিসটা তো ইজি । করে দেখতে পারি। তখন একটু  নেটেও ঘাটাইলাম। তারপর প্রাকটিকালটা করলাম।সীবেক ক্রিয়া এর সংজ্ঞা ছিল ঃ ভিন্ন ধাতুর তৈরি দুটি তারের প্রান্ত পরস্পর সংযোগত করে বর্তনি তৈরি করে সংযোগস্তল দুটিকে ভিন্ন তাপমত্রায় রাখলে উস্নতার পার্থক্যের কারনে একটি তড়িৎ চালক শক্তির উদ্ভব হবে, এবং বর্তনিতে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে, এই ক্রিয়াকে সীবেক ক্রিয়া বলে।{তপন সার এর বইয়ের সংজ্ঞা ,হুবহু না হলেও মোটামুটি এমন সংজ্ঞাটা। আমার এক ফ্রেন্ড কে বললাম মাসেজ করে দিতে সে দিলো। উল্লেখ্য যে আমি আমার দোকানে বসে বসে পোষ্টটা করতেছি} এই সংজ্ঞা থেকে কেউ কিচ্ছু বুচ্ছেন ? কচু টাইপের সংজ্ঞা (আমি অবজ্ঞা করতেছিনা, জাস্ট ফান করলাম)।আমি একটা সংজ্ঞা বানাইছিলামঃ ভিন্ন ধাতুর দুটি তারকে পরস্পর সংযোগ করলে এবং এদের যে কোন প্রান্তে আগুন বা বরফ দিলে কারেন্ট এর সৃষ্টি হয়, একে সীবেক ক্রিয়া বলে। {আমার শঙ্গাটা কেমন হলো ! আমারটাও লোতা টাইপের সংজ্ঞা । কচু আর লতা কেউ কেউ চিনলেও অনেকেই চিনবেনা । হা হা হা (emo খুজে পাইতছিনা ! তাই দিলাম না )} ।  আমাদের সারেরা প্রেক্টিকাল করাইলে ভাল হতো।
প্রথমে কি করতে হবে জানেন ?

যা যা লাগবে

১। কপার এর তার
২। জিঙ্ক এর তার
যে কনো দুই ধরনের তার হতে হবে ।
৩। বরফ বা আগুন ।
৪। একটা voltmeter (যদি থাকে , না থাকলে করজ করে আনবেন)

এখন আমাদের কাজ শুরু করি
প্রথমে তার দুইটা তাতাল দিয়ে সংযোগ দিবেন । অথবা পেচিয়ে দিবেন ।
অথবা কয়েল বানাইতে পারেন, কয়েল এর মতো বানাইলে রিজাল্ট ভাল পাবেন।
এখন এই তার দুইটার সাথে ভোল্টমিটারের সংযোগ দিন। এবার  যে কনো এক প্রান্তে আগুন ধরিয়ে কয়েক সেকেন্ড রাখেন, অথবা বরফ লাগিয়ে রাখেন দেখবেন ভোল্টমিটারের কাটা ঘুরে যাবে ।নিছের পিক দেখেন।
{কাটার দিকে লক্ষ করেন}

{কাটার দিকে লক্ষ করেন}

{কাটার দিকে লক্ষ করেন}

রিজাল্ট আরো ভাল পাওার জন্য আপনি আরেকটা কাজ করতে পারেন। এই কয়েল বা তারের সাথে একটা ভাল মানের চুম্বক সংযোগ করে দিয়েন । একটা কলমের সাথে তার পেচিয়ে গোল করবেন, তার পর অই কলম টেনে বের করে নিবেন। এখন অই গোল কয়েলের আগে পিছে  চুম্বক লাগান তার পর বের হওয়া অংসের সাথে ভিন্ন ধাতুর তার যোগ করেন। মানে যে ধাতু দিয়ে কয়েল তৈরি করছেন এটা ছাড়া ভিন্নটা দিয়ে।এখন অই খানে যে দুই অংশ বেরিয়ে থাকবে তাতে লাইট এর দুই প্রান্তের সংযোগ স্থাপন করেন । দেখবেন লাইট জ্বলে উঠবে । নিচে পিক দিলাম । দেখেন। কনো question থাকলে তো আমি আছিই । প্রয়জনে আমি "ফাইচবুক"এ আছি ।

নিজেদের "ফাইচবুক"এ লিঙ্কটা সেয়ার কইরেন। আপাততো এখানেই বিদায়।

আমার আরও টিউনসঃ

0 comments:

Post a Comment